গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা ।
                    
                    
                        
                            - 
							Update Time : 
														শনিবার, ১৮ জুন, ২০২২																							
 
							
								
							
							
					
                        - 
						    																৫৭০												   
														Time View						
 
							
							 
					 					
				
                        
                     
                    
                    
                        
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত বুধবার (১৫ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামে রাতে মায়ের সঙ্গে অভিমান করে লুনা শিকদার আত্মহত্যা করে। মামাবাড়ি যেতে নিষেধ করায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। লুনা শিকদার (১৫) নামে ওই ছাত্রী এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।সে কামাল শিকদারের মেয়ে।
প্রতিবেশী জুয়েল শিকদার বলেন, বুধবার লুনার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে বিকেলে বাসায় এসে লুনা দোয়া চাইতে মামাবাড়ি যাওয়ার বায়না করলে তার মা আজ (বুধবার) যেতে নিষেধ করে। এতে সে মনঃক্ষুণ্ণ হয়। পরে রাত ৯টার দিকে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ লুনাকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন, এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
                    
					
					
						 					
					
					 
										
                    
                        
Please Share This Post in Your Social Media
                    
                    
					
					
					
					 
			 				   
				   
				   	
				
					   
			
	
	
						 
			 				
					
					
									
                    
                       More News Of This Category                    
                    
                    
					
					
						 					
					
					
                 
                
Leave a Reply