1. bbdbarta@gmail.com : Delowar Delowar : Delowar Delowar
  2. bbdbartabd@gmail.com : Delower Hossain : Delower Hossain
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ মে ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। ইতালী যাওয়ার পথে তিউনিশিয়ার ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশী নিহত ডেঙ্গুজ্বর এর লক্ষণ ও ধরন সম্পর্কে জানুন শিবচর রেল স্টেশনে জোড়া ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় ৩ প্রার্থী বিজয়ের পথে আজ ৬ জেলায় ঝড়বৃষ্টির হওয়ার সম্ভাবনা টেকেরহাট কুমার নদীতে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মৎস্য নিধন হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু র সমাধিতে চীন: রাষ্ট্রদূতএর শ্রদ্ধা নিবেদন টুঙ্গিপাড়া শাখা গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হল বাঙ্গালীর প্রাণের উসব পহেলা বৈশাখ

শরীয়তপুরে পেঁয়াজ চাষে অধিক লাভ পাওয়ায় বেড়েছে আবাদ

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৫৭ Time View

দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : শরীয়তপুরে কয়েক বছর ধরে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আবাদ বাড়িয়েছে অনেক। পাঁচ বছরে এ অঞ্চলে এক হাজার ১০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ বেড়েছে। একইসঙ্গে উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৫ হাজার ৪৫৩ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী জেলা হওয়ায় এ অঞ্চলের মাটি পেঁয়াজ চাষের উপযোগী। বেলে দোআঁশ মাটিতে উৎপাদনও বেশ ভালো। তবে বাজারে দীর্ঘ সময় পেঁয়াজের তেমন ভালো দাম পাওয়া যায়নি। এতে খরচ তোলাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এরপর থেকে জেলায় পেঁখোঁজ নিয়ে জানা যায়, জেলার ছয়টি উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে জেলার তিন হাজার ৩২৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। এসময় উৎপাদন হয়েছিল ৩৭ হাজার ৬৪৭ মেট্রিক টন পেঁয়াজ। পরের বছর তিন হাজার ৬৯০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ৪৩ হাজার ৩৬৫ মেট্রিক টন। ২০২১-২০২২ অর্থ বছরে তিন হাজার ৬৩০ হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন দাঁড়ায় ৩৯ হাজার ২৯২ মেট্রিক টনে। পরবর্তী বছরে চার হাজার ৭১ হেক্টরে পেঁয়াজের উৎপাদন হয় ৪৫ হাজার ২৬৮ মেট্রিক টন। চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ করা হয়েছে চার হাজার ৪২৫ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৪৫৩ মেট্রিক টন।য়াজের আবাদ বেড়ে যায়।কৃষকরা জানান, অক্টোবর মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত জমিতে পেঁয়াজ আবাদ করেন তারা। পেঁয়াজ আবাদ করতে কৃষাণ খরচ, বীজ, সার, সেচসহ প্রতি মণে উৎপাদন খরচ হয় প্রায় এক হাজার ৪০০ টাকা। বর্তমানে বাজারে নতুন পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে ৮০ টাকা।

নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের পুটিয়াকান্দি এলাকার কৃষক সুভাষ মাঝি। তিনি এবছর তার দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখন পর্যন্ত বাজারে পেঁয়াজের ভালো দাম থাকায় অন্তত এক লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

সুভাষ মাঝি বলেন, পাঁচ বছর আগে বাজারে পেঁয়াজের দাম ছিলো না। এজন্য আমি পেঁয়াজ বাদ দিয়ে অন্য ফসলের চাষ করেছি। তবে কয়েকবছর ধরে বাজারে পেঁয়াজের দাম আবার বেড়ে যায়। এরপর থেকে আবার পেঁয়াজ চাষ শুরু করি। এখন আমাদের ভালো লাভ হয়।একই এলাকার পেঁয়াজ চাষি জয়দেব মণ্ডল বলেন, মৌসুমের প্রথম দিকে ভালো দাম পাওয়া যায়। তাই আমরা বর্ষার পানি নেমে যাওয়ার পরই জমিতে পেঁয়াজ চাষ শুরু করি। এতে আমাদের উৎপাদন খরচ কম হয়। কয়েক বছর ধরে পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছি।জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, গত কয়েকবছর ধরে বাজারদর ভালো থাকায় আমাদের চাষিরা পেঁয়াজ আবাদের দিকে মনোযোগী হয়েছেন। জেলায় এখন চাহিদার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পর বাকি পেঁয়াজ আশপাশের জেলায় বিক্রি করা হয়। উৎপাদন বৃদ্ধি করতে আমরা সবসময় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2024