গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
-
Update Time :
সোমবার, ৩০ মে, ২০২২
-
২৯৭
Time View
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের কাশিয়ানীতে রোববার (২৯ মে) দুপুরে বন্ধুর ছুরিকাঘাতে শিহানুর রহমান শেখ (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কাশিয়ানী উপজেলার মাজড়া এম ইউ ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।শিহানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে এবং কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শিহানুরের আরেক বন্ধু তাজুল ইসলাম বলেন, ‘নাজিম নামে শিহানুরের এলাকার এক বন্ধু তার বুকে ও ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খাদিজা শাহিন বলেন, ‘শিহানুরের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, ‘কলেজছাত্র খুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেম ঘটিত কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply