দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এই দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি।
মনোনয়ন ফরম জমার শেষ দিন মঙ্গলবার দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা নেতারা জানান, শনিবার মাদারীপুর-৩ আসন ও রবিবার মাদারীপুর-২ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাহাউদ্দিন নাছিমের শুভাকাঙ্ক্ষীরা।
গত শনিবার দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি চলে যাওয়ার পর নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেদিন থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়।
Leave a Reply