দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচনের পরবর্তী সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এসে জেল হাজতে গেলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ কাবির মিয়া সহ ৬ জন।রোববার (৪ ফেব্রয়ারী) তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় (জিআর-৩১/২৪)৩২ জন আসামীর মধ্যে ২৯ জন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মোঃ কাবির মিয়া সহ ৬ জনের জামিন আবেদন নাকচ করে দেন এবং বাকীদের জামিন দেন।
গোপালগঞ্জ কোর্ট পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ২৯ জন আসামী হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ২৩ জনের জামিন মঞ্জুর করেন এবং ৬ জনের জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।তিনি আরও জানান, মুকসুদপুর থানার ফেব্রয়ারী ১ তারিখে রুজু হওয়া মামলা নং ৩ এর এজহার নামীয় ১নং আসামি কাবির মিয়া ছাড়াও ১১নং আসামী রোমান মুন্সী, ১৪নং আসামী রকি শেখ, ১৭ নং আসামী ওবাইদুর শেখ, ৩১নং আসামী মারুফ হোসেন, ৩২ নং আসামী ইমরান মিয়াগন বিজ্ঞ আদালতে হাজির হয়েজামিন প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত তাহাদের তামিল আবেদন নাম মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ ৩জনকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এই হামলার ঘটনা ঘটে।এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ সহ বিক্ষোভ কর্মস‚চী পালন করে। ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে ৩২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply