দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : রবিবার (১৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় ইউক্রেনের খারকিভ অঞ্চলে মুহুর্মুহু হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। আঞ্চলিক একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান।
খারকিভের স্বাস্থ্য বিভাগের প্রধান মাকসিম খাউসতোভ রুশ বাহিনীর দফায় দফায় চালানো হামলায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে উপস্থিত এএফপির সাংবাদিকরা বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছাদ উড়ে গেছে এবং শহরজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।
Leave a Reply