দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো ফারুক খানের মেয়ে কানতারা খান সহ আরও দু’জন আহত হয়েছেন।শনিবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ফিরোজ আলম জানান, ঈদ উপলক্ষে নিজ বাড়ি মুকসুদপুর আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সদস্য ফারুক খানের মেয়ে কানতারা খান।এ সময় তিনি গাড়ি নিয়ে ঘুরতে বের হলে মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ফারুক খানের মেয়ে কানতারা খানসহ দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিৎকিসা দেয়া হয়েছে।
Leave a Reply