দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের কাশিয়ানীতে বুধবার (২৯ জুন) সকালে সাপের কামড়ে শাহাদাত শেখ (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শাহাদাৎ শেখ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া দক্ষিণপাড়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি কাশিয়ানী বাজারে আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক।
চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন ও নিহতের চাচাতো ভাই তারিকুল ইসলাম সুমন শেখ জানান, মঙ্গলবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন শাহাদত। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। রাতেই তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে টিকা না থাকায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply