দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের কোটালীপাড়ার গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) জনসভা শেষ করে যাচ্ছেন টুঙ্গিপাড়ায়। তখনই খালের উপর দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেখলেন খালে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গাড়ি থেকে নেমে তা উপভোগ করলেন। একদিনের সফরে গোপালগঞ্জে কোটালীপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ সফরে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরে জনসভা শেষে করে রওনা দেন নিজ বাড়ি টুঙ্গিপাড়ার পথে। বেশ কিছু দূর যাওয়ার পথে ভাঙ্গারহাটের খালের দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রীর। তখন খালে নৌকা বাইচ হতে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন সড়কের উপর। সেখানে দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। এ সময় প্রধামন্ত্রী হাত নেড়ে নৌকার মাঝিদের শুভেচ্ছা জানালে হর্ষধ্বনি আর বাদ্যের তালে তালে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান তারা। বেশ কিছু সময় ধরে নৌকা বাইচ উপভোগ করে আবারও গাড়িতে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Leave a Reply