দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর)গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে সকাল সাড়ে নয়টার দিকে জেলার টুঙ্গিপাড়া থেকে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। এতে আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফরের সময় তার সঙ্গে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিকেলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
এরপর নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ও সেখানে রাত কাটান তিনি।
প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাদের প্রধানমন্ত্রীর চলতি সফরে জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
Leave a Reply