দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের কোটালীপাড়া থানার মো: মাসুম (৪৮) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।গত সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৩।অধিনায়েক লে:কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।
গ্রেফতার আসামী মাসুমের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ২০০২ সালের একটি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে। ওই মামলায় ২০০৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে জীবনযাপন করে আসছিলেন।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
Leave a Reply