দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল শনিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনি প্রচার-প্রচারণায় এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহ জিকরুল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাযায় গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে নির্বাচনি প্রচারণার সভা চলাকালে তার হার্ট অ্যাটাক হয়। পরে আইনজীবীরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান ও গোপালগঞ্জ আইনজীবী সমিতি থেকে শোক জানানো হয়েছে।
অ্যাড. শাহ জিকরুল আহমেদ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক সমর্থিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ এর সাধারণ আসনের একজন প্রার্থী ছিলেন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য।
গোপালগঞ্জ বার সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান জানান, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী হয়ে রাতে গোপালগঞ্জে আসেন। রাতে গোপালগঞ্জ বার সমিতি অফিসে নির্বাচনি সভা চলছিলো।
এসময় শাহ জিকরুল নিজের বক্তব্য শেষ করে চেয়ারের বসার পরে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply