দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ সোমবার (২৭ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পাওয়া ৩০ জন পুলিশ সুপার।
এরা ২৭তম বিসিএস ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপাররা একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অন্যদের মধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply