দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের নবনিযুক্ত সচিব মো. মামুন-আল-রশীদ। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।পরে মামুন-আল-রশীদ পবিত্র সুরা ফাতেহা পাঠ করে জাতির পিতা, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রমাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী মো:এনসানুল হক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মো:ফয়েজ আহমেদ.গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রতন কুমার সাহা, প্রদীপ মজুমদার, এলজিইডির প্রকৌশলী রঞ্জন সাহা প্রমুখ।
Leave a Reply