দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় চাচা নাহিদুল শেখকে আটক করেছে পুলিশ। তবে নাহিদুল আহত হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ইসমাইল শেখ লিওন ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে। ইসমাইল সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সঙ্গে চাচাত ভাই নাহিদুল শেখের বিরোধ চলছিল। এদিন নাহিদুল ইব্রাহীম শেখের সঙ্গে তর্কে জড়ান। এ সময় ইসমাইল নাহিদুল শেখকে গালিগালাজ করতে নিষেধ করেন। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাহিদুল তার হাতে থাকা লোহার রড ইসমাইলের পেটে ঢুকিয়ে দেয়। ইসমাইলকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় চাচা নাহিদুল শেখও আহত হন।
Leave a Reply