দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ গত চার বছর ধরে অভিনয়ে নেই। অনেকটা স্বেচ্ছায় বিরতি নিয়েছেন এ অভিনেতা। অভিনয়ে ফেরার বিষয়ে গত এক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হচ্ছে। আগামী জুন মাসে তিনি শুটিংয়ে ফিরছেন।
তবে নাটক নয়, সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছেন মাহফুজ। সিনেমার নাম ‘প্রহেলিকা’। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজকে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয়ে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনাকাল না থাকলে আরও আগেই অভিনয়ে ফিরতাম। গত বছর যখন অভিনয়ের ফেরার সব বিষয় চূড়ান্ত করেছিলাম, তখন করোনায় আক্রান্ত হই।
সুস্থতার পর অনেকদিন অভিনয় নিয়ে চিন্তাই করিনি। তবে সহকর্মী শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই উৎসাহ দিচ্ছেন অভিনয় শুরুর বিষয়ে। আমার নিজেরও ফিরতে ইচ্ছা করছে। তাই এ সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছি। আশা করছি ভালো কিছুই হবে।’
শুধু অভিনয়ই নয় পরিচালনা ও প্রযোজনার দিকে আগ্রহ আছে মাহফুজের। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানকেও সচল করার পরিকল্পনা হাতে নিয়েছেন। এদিকে ঈদের কিছু অনুষ্ঠানে পারফরম করার প্রস্তাব পেয়েছেন এ অভিনেতা। অল্প সময়ের মধ্যেই সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply