দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সোমবার (২১ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ভারতের আসাম প্রদেশের আইনসভার উচ্চ পর্যায়ের ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দল। দুপুরে আসামের স্পিকার শ্রী বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।এসময় ভারতের আসাম প্রদেশের সংসদীয় ও বিরোধী দলীয় প্রতিনিধি শ্রী দেবব্রত শাইকিয়া, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলামসহ আসামের আইনসভার ৩২ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply