দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত কাল শনিবার (২১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব আফরোজা খান।
এ সময় অতিরিক্ত সচিব মো: শহিদুল ইসলামসহ জয়িতা ফাউন্ডেশনের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান । পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
Leave a Reply