দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : সোমবার পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফক্ষমতা গ্রহণের পরপরই সরকারি অফিসগুলোকে ছুটি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন সপ্তাহে সরকারি ছুটি দুইদিনের বদলে একদিন থাকবে বলে জানালেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেহবাজ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দেন। প্রথমদিনই তাদের বড় আর্থিক সুবিধা দিয়ে শাহবাজ শরীফ আবার পরদিনই তাদের সাপ্তাহিক ছুটির দিন কমিয়ে দিলেন।
তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার রুপি। তাছাড়া সামরিক ও বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন ১০ গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
তাছাড়া ক্ষমতা গ্রহণের পরদিন শেহবাজ শরীফ পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামের যে বাজার বসে সেখানে পণ্যের যোগান বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ওঠেন তিনি।
Leave a Reply