বেলা ১১টার দিকে সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। পরে জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ আরও উপস্থিত ছিলেন- সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আক্কাছ আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের জন্য কাজ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
ফারুক খান আরও বলেন, কিছু কিছু রাজনৈতিক দল সামনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এটা আমরা আভাস পেয়েছি। আওয়ামী লীগের সঙ্গে থাকতে সাধারণ মানুষের কাছে আহবান থাকলো।
Leave a Reply