ফারুক নওয়াজ
নিশিতে প্রভাতে দুপুরে বিকেলে ধূসর গোধূলি-সাঁঝে…
তুমি আছো এই জাতির হৃদয়ে, বুকের প্রতিটি ভাঁজে।
তুমি আছো মায়া-মমতা জড়ানো ভোরের বাতাসে মিশে…
বঙ্গবন্ধু, তুমি আছো রোজ দোয়েলের মধুশিসে।
প্রতি প্রত্যুষে যখন সূর্য আঁধার তাড়িয়ে হাসে…
যখন দূরের ডাহুক-মেয়ের মায়াডাক ভেসে আসে…
যখন সবুজ ঘাসের চাদরে শিশিরের ঝিকিমিকি…
বঙ্গবন্ধু, তখন তোমাকে খুঁজে পায় দেশ ঠিকই!
শারদনিশীথে যখন গোপনে শুভ্র শেফালি ফোটে…
খোঁপাটিতে গেঁথে দোপাটি যখন চাষির বালিকা ছোটে…
তিন্তিড়ি বনে যখন দুপুরে হাওয়া নাচে ঝিনিঝিনি…
বঙ্গবন্ধু, তখন তোমাকে নতুন অহমে চিনি।
এই পতাকাতে সবুজে ও লালে, পাহাড়ের নির্ঝরে…
ওই দূরবনে ছায়া-নির্জনে, নদীর কলস্বরে…
টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে গোটা দেশজুড়ে তুমি…
বঙ্গবন্ধু, তুমি স্বাধীনতা, তুমিই স্বদেশভূমি!
রাতে ফোটা ফুল মাধবীলতার মেদুর গন্ধে তুমি…
দেশের কবিতা, লোকজ ছড়ার ছন্দে-ছন্দে তুমি…
শিল্পীর ছবি, কাহিনিকারের গল্পকথাতে তুমি…
শোক-সঙ্গীতে, লোকের মুখেতে কল্পকথাতে তুমি…
নিশি-ঝিলির ঝিনিকে-ঝিনিকে, জোনাকি-আলোতে তুমি…
বীর বাঙালির শুভ-অন্তরে সকল ভালোতে তুমি!
বঙ্গবন্ধু, তুমি তো আছোই আমাদের কাছাকাছি..
তুমি আছো বলে জগতে আমরা মাথা তুলে বেঁচে আছি!
Leave a Reply