দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আট বিভাগের প্রতিটিতে একজন করে সাংগঠনিক সম্পাদক রয়েছেন। সভাপতি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক আ ব ম ফারুক।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের বিদায়ী কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই কমিটি গঠিত হয়।বঙ্গবন্ধু পরিষদের প্রেস উইং আনন্দ সেন বার্তা২৪.কম-কে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, মতিউর রহমান লালটু, অধ্যাপক ফিরোজ আহমেদ, কাজী রেহান সোবহান ও আবদুল মতিন ভূঁইয়া; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমএ সালাম (ঢাকা বিভাগ), ড. লিয়াকত আলী মোড়ল (বরিশাল), মোহাম্মদ শহীদুল্লাহ (সিলেট), ডা. আইয়ুবুর রহমান (চট্টগ্রাম), প্রকৌশলী মাইনুর রহমান (খুলনা),
লুৎফর রহমান (রাজশাহী), খন্দকার নজরুল ইসলাম (ময়মনসিংহ) ও মশিউর রহমান (রংপুর); অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. অরুণ কুমার গোস্বামী, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল হক, আইনবিষয়ক সম্পাদক ড. শাহজাহান মণ্ডল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. তরিকুল আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক ডা. পূরবী রানী দেবনাথ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নেসার আহমেদ ভূঁইয়া এবং কার্যকরী সদস্য অধ্যাপক ইমরান কবীর চৌধুরী, অধ্যাপক ড. গোলাম শাব্বির সাত্তার, অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ আবেদ আলী, ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।
Leave a Reply