দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জে আজ বৃহস্পতিবার ১৭মার্চ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা তিনি। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কেউ ভাল থাকেনি, শান্তিমতো মরতে পারেনি।
বিকেলে জেলা স্থানীয় ঈদগাহ ময়দানে পৌরসভার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২টির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আর যেন কোন অপশক্তি, বাংলার মাটিতে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে। আমাদের শপথ করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বস্তবায়ন করতে।
Leave a Reply