দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী রাকিব হোসেনের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে ঢাকা আবাহনী লিমিটেড।
খেলার প্রথমার্ধের শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে দুই দল। ৩৪ মিনিটে পেনাল্টিতে জাপানী ৯ নং জার্সিধারী খেলোয়াড় টেটসুয়াকী মিসাওয়ার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। কিন্তু আর কোনও গোল না হওয়ায় ১-০ গোলে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।
খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আবাহনী। কিন্তু খেলার ৫০ মিনিটে ৮ নং জার্সিধারী খেলোয়াড় সোমা ওটানীর গোলে ২-০ গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।
এরপর আক্রমণাত্মক খেলা শুরু করে আবাহনী। ৬৫ মিনিটে ১২নং জার্সিধারী খেলোয়াড় ড্যানিয়েল কলিনড্রেসের গোলে ব্যবধান কমায় আবাহনী। এক মিনিট পর ৬৬ মিনিটে ১১ নং জার্সিধারী খেলোয়াড় রাকিব হোসেনের গোলে সমতায় আসে আবাহনী।
৭৫ মিনিটে ৮০ নং জার্সিধারী খেলোয়াড় রাফায়েল আগাস্টোর গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আবাহনী। ৮০ মিনেটে ১১ নং জার্সিধারী খেলোয়াড় রাকিব হোসেনের জোড়া গোলে ৪-২ গোলে এগিয়ে যায় আবাহনী।
Leave a Reply