দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল বুধবার (২২ জুন) সিলেটের বানভাসি মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে তাহাজীব হাসান নামের গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী।বন্যার্তদের সহযোগিতায় কোরবানীর ঈদের পোশাক কেনার ১০ হাজার টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছে সে। দুপুর ১টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে নগদ ১০ হাজার টাকা দেয় তাহাজীব হাসান।
তাহাজীব হাসান বলে, ‘প্রতিবছর ঈদের সময় নতুন পোশাক কিনি। কিন্তু এবার সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা টিভি ও পত্রিকায় দেখে আমার মনে হয়েছে যে, আমার পোশাক কেনার চেয়ে তাদের পাশে দাঁড়ানো বেশি জরুরি। এজন্য আমার ঈদের পোশাক কেনার টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছি। যাতে বন্যার্তরা একটু হলেও উপকৃত হতে পারেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে।’জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘আমি খুব খুশি হয়েছি যে, একজন শিক্ষার্থী তার আনন্দের টাকা সিলেটের বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য দিয়েছে। তার মতো সবার উচিত বন্যার্তদের জন্য এগিয়ে আসা।’
Leave a Reply