দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে গোপালগঞ্জে শুরু হল ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।“ভূমি অফিসে না এসে-ডিজিটাল ভূমি সেবা গ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন সাহা উপস্থিত ছিলেন।
এ সময় ৫টি পরিবারের হাতে ৩১ লাখ ১৩ হাজার ৭৬৫ টাকার ভুমি অধিগ্রহের চেক তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
৮টি স্টলের মাধ্যমে ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল সেবা সমুহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য আজ ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।
এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জনগণ যাতে অনলাইন সেবার বিষয়ে জানতে পরে, সুফল পেতে পারে সেজন্য এ আয়োজন করা হয়েছে। মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়েও জানতে পারবেন। নাগরিকদের মান উন্নয়নের জন্য এটি একটি পর্যায়।
Leave a Reply