দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : ফরিদপুরের ভাঙ্গায় এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুন) উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরী রেখা আক্তারের (১৪) বাড়ি হোগলাডাঙ্গী সদরদী গ্রামে। নিহতের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নিহতের বাবা আব্দুল হাই মাতুব্বর জানান, দুপুরে গোসল করার জন্য আমার মেয়ে পুকুরে যায়। সেখান থেকে দুর্বৃত্তরা পাশের একটি নির্জন স্থানে তাকে ধরে নিয়ে ধর্ষণপূর্বক হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ জানান, পুলিশ কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তবে কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মেয়েটিকে প্রথমে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply