বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জের লতিফপুর ইউপি নির্বাচনে সংঘর্ষ ১ হাজার জনকে আসামি করে দুই মামলা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে বজ্রপাতে মাদ্রাসাছাত্র নিহত শিশু হাসানের চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্য চাই্রলেন তার মা বাবা। গোপালগঞ্জে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত সখিপুরে মামীর সঙ্গে পরকীয়ার জেরে ভাগনের ছুরিকাঘাতে প্রাণ গেলো মামার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন ২৬ মার্চ রাজাকার তালিকা প্রকাশ হচ্ছে না ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে ববির শ্রদ্ধা বাগেরহাটে জনপ্রতিনিধিকে থাপ্পড় মারা আলোচিত ইউএনও মনোয়ার হোসেনকে প্রত্যাহার
মাদারীপুরের বিভাগীয় কর্মকর্তা কার্যালয়ে দুই রাজস্ব কর্মকর্তার ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

মাদারীপুরের বিভাগীয় কর্মকর্তা কার্যালয়ে দুই রাজস্ব কর্মকর্তার ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের দুই রাজস্ব কর্মকর্তার ঘুস নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।ভিডিটিতে দেখা যায়, দুই রাজস্ব কর্মকর্তা এক ব্যবসায়ীর সঙ্গে টাকা নেওয়ার ব্যাপারে কথা বলছেন। সেইসঙ্গে প্রতি মাসে ১০ তারিখের মধ্যে অফিস খরচের জন্য ১ হাজার করে টাকা দেওয়ার কথা বলছেন এক কর্মকর্তা।ভিডিটিতে দেখা যায়, দুই রাজস্ব কর্মকর্তা এক ব্যবসায়ীর সঙ্গে টাকা নেওয়ার ব্যাপারে কথা বলছেন। সেইসঙ্গে প্রতি মাসে ১০ তারিখের মধ্যে অফিস খরচের জন্য ১ হাজার করে টাকা দেওয়ার কথা বলছেন এক কর্মকর্তা।বুধবার (২৮ ডিসেম্বর) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুরের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) রফিকুল ইসলাম ও (সার্কেল -১) মো. ইমরান কবীর অফিস কক্ষে বসে ঘুসের টাকা গ্রহণ করছেন।ফাঁস হওয়া ভিডিওর শুরুতেই দেখা যায়, এক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুরের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) রফিকুল ইসলাম বলেন, এইডা কী আনছেন? পরে ৫০০ টাকার কয়েকটি নোট হাতে গুনে পকেটে রাখেন রফিকুল। এরপর তিনি বলেন, কী যে করেন

পরে ৫০০ টাকার কয়েকটি নোট হাতে গুনে পকেটে রাখেন রফিকুল। এরপর তিনি বলেন, কী যে করেন আপনারা রেমিটেন্সের দিক থেকে মাদারীপুর তৃতীয়তে আছে।আপনারা কেন এমন করেন,রফিকুল ইসলাম আরো বলেন,আপনারা স্যারকে (ইমরান কবীর) বলে যান, দেখা করে যান। কারণ তিনি আপনার অরজিনাল স্যার। সেই আপনাকে বাঁচাতে পারবো, মারতে পারবো। বুঝছেন? শেষে রফিকুল ইসলাম ওই ব্যবসায়ীকে বলেন, প্রতি মাসে অফিস খরচ ১ হাজার টাকা দিয়ে যাবেন। এটা যেন আর না বলা লাগে। কথা যেন নড়চড় না হয়। মাসের ১০ তারিখের মধ্যে টাকা আমার কাছে দিয়ে যাবেন। ভিডিওটির ৮ মিনিট ৩৫ সেকেন্ডে পর দেখা যায় রাজস্ব কর্মকর্তা (সার্কেল-১) মো:ইমরান কবীরকে। তিনি ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার দোকানের আশেপাশে যারা দিচ্ছে ওয়েল অ্যান্ড গুড। আর যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনার নম্বর দিয়ে যান।’

পরে ওই ব্যবসায়ী এক হাজার টাকা ইমরান কবীরের টেবিলে রাখলে তিনি টাকাটা গ্রহণ করেন।ভিডিও সম্পর্কে রাজস্ব কর্মকর্তা (সার্কেল-১) মো:ইমরান কবীর বলেন, ‘ভিডিওটি আমাদের না, এটি সাজানো।’ রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) রফিকুল ইসলাম বলেন, ‘ওই ব্যবসায়ী আমার কাছে আসার পর তাকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিতে বলেছিলাম। তার কাছে কোনো অনৈতিক দাবি করা হয়নি। আমাদের কথাগুলো তারা ভুলভাবে উপস্থাপন করছেন। এসব ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ।’মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, দুই রাজস্ব কর্মকর্তার ঘুস গ্রহণের ভিডিও আমি দেখেছি। পুরো ঘটনাটি যাচাই-বাছাই করা হবে। সত্যতা পেলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2020
Desing & Developed BY BBDBARTA