দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের শিবচর উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা (৫) এবং একই গ্রামের পাকের মিয়ার ছেলে হামীম (৮)।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে খালের আমজাদ উকিল সেতুর নিচে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে হুজায়ফা ও হামীম। এ সময় হঠাৎ করেই স্রোতে ডুবে যায় ওই দুই শিশু। অন্য শিশুরা ওপরে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর হামিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর প্রায় ৪০ মিনিট পর হুজায়ফাকে উদ্ধার করেন স্থানীয়রা। ওই দুই শিশুকে শিবচরের পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খান সাদ্দাম বলেন, ঘটনাটি খুই মর্মান্তিক। একসঙ্গে দুটি শিশু মারা গেছে। খবর পেয়ে আমি নিহতদের বাড়িতে গিয়েছি।
শিবচর থানার উপ-পরিদর্শক মো: মোদাচ্ছের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বেশ কয়েকজন শিশু একটি খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পরে মৃত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে।
Leave a Reply