দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীতে ডুবে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ভাই নিখোঁজ রয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার জাফরাবাদ পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর ফায়ার র্সাভিসের পরিদর্শক নুরমোহাম্মাদ মো:হাওলাদার জানান, উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ পূর্বকান্দি গ্রামের বাবু ফরাজীর ছেলে রিয়াদ (৪) ও অভি (৫) বাড়ির পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। এসময় তারা নিখোঁজ হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন নদে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল ঘটনাস্থলে গিয়ে নদে অভিযান চালায়। এসময় তারা রিয়াদের মরদেহ উদ্ধার করে। বিকেল পর্যন্ত আরেক ভাই অভিকে পাওয়া যায়নি।
Leave a Reply