দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার ও মস্তফাপুর বাজারে পাঁচ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় পৃথক অভিযানে দুই বাজার থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। একই সঙ্গে জাটকা বিক্রির অপরাধে নুরু দর্জি (৪২), এমদাদ বয়াতী (৪৫) ও শাহ আলম (৪৫) নামের তিনজনকে আটক করা হয়।ভোরে পৃথক অভিযানে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। এছাড়াও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।
Leave a Reply