দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় কোমল পানীয়র সঙ্গে বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে শান্তা আক্তার (২২) নামে এক গৃহবধূকে। সোমবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী সাইফুল হাওলাদার। নিহত শান্তা আক্তার মাদারীপুর সদর উপজেলার করদী এলাকার হাবিবুর রহমানের মেয়ে।পারিবারিক,জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি গ্রামের আক্কাস হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদারের সঙ্গে প্রায় তিন বছর আগে বিয়ে হয় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকার হাবিবুর খানের মেয়ে শান্তা আক্তারের। তাদের দেড় বছর বয়সের একটি ছেলেসন্তানও আছে। সম্প্রতি শান্তার স্বামী সাইফুল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।
এজন্য তার স্বামী কৌশলে ২০ আগস্ট সকাল ১০টার দিকে শান্তাকে ঘুরতে নিয়ে যান আড়িয়াল খাঁ সেতুর পাশের কলাবাগানে। সেখানে তিনি কোমল পানীয়র সঙ্গে ঘাস মারার ওষুধ মিশিয়ে শান্তাকে খাওয়ান। এক পর্যায়ে বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়েন শান্তা। এ সময় স্বামী ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।নিহত শান্তার মা শেফালী বেগম বলেন, সাইফুল আমার মেয়েকে ঘুরতে নিয়ে কোমল পানীয়র সঙ্গে ঘাসমারা বিষাক্ত ওষুধ খাওয়ায়। পরে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়লে সে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুদিন চিকিৎসা করানোর পর বাড়িতে আনা হয়। বাড়িতে আবার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ২৪ আগস্ট পুনরায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৩টার দিকে আমার মেয়ে মারা যায়।
এ ঘটনায় আমি সাইফুলের বিচার চাই।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মনোয়ার হোসেন চৌধুরী বলেন, একটা অভিযোগ দেওয়া আছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে জেনেছি ওই মেয়ের স্বামীও নাকি পরদিন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখন পুরো বিষয়টি তদন্ত করলেই সঠিক রহস্য বের হয়ে আসবে। সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply