দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : পুলিশ ও স্থানীয়রা জানায় গত কাল শুক্রবার (২১ জুলাই) মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সকালে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার ছিলারচর এলাকায় স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করেন প্রতিবেশী সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল শিকদার। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকে মীমাংসাও হয়। এর জেরে সকালে শাকিল প্রথমে নজরুলের ঘরে ঢুকে পরিবারের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয় নারীসহ প্রায় ২০ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply