দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গত শনিবার বিকাল ৫-৩০ মি: সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাধীন গোহালা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতনে দুর্নীতি অ-নিয়মের প্রতিবাদে মানব বন্ধন করেছে চকাম বাড়ী এলাকার হতদরিদ্র ভুক্তভুগী পরিবারের লোকজনেরা।তাদের দাবি এক বছর আগে ফরিদ চৌকিদার সরকারী ঘর ও জমির দলিল দিবে বলে আমাদের কাছ থেকে ১০ হাজার,১৫ হাজার,২০ হাজার,ও ৩০ হাজর টাকা নিয়েছে।
এখন আবার নতুন করে একএক জনের নিকট থেকে ৫০ হাজার টাকা পেয়ে জমির দলিল প্রদান করেছে ।আমাদের টাকার পরিমান কম বলে আমাদের ঘর থেকে জোরপুবর্ক বের করে দেওয়ার চেস্টা ও হুমকি দিচ্ছে ।তাছারা অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি টাকার বিনিময়ে ধনাঢ্যদের জমির দলিল ও ঘর দেওয়া হচ্ছে।তাই আমরা এলাকার হতদরিদ্র ১০ জন জমির দলিল না পেয়ে জেলা প্রাশাসক মহোদয় ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমির দলিল পাওয়ার জন্য স-বিনয় আবেদন করছি।
Leave a Reply