দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় সুত্রে জানাযায় গত শুক্রবার বিকালে ৯৯৯-এ কল করে নতুফা খাতুন (৫০) নামে হারিয়ে যাওয়া এক বাক প্রতিবন্ধী নারীকে স্বজনদের কাছে ফিরে যেতে সহায়তা করেছেন স্থানীয়রা।
মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকা থেকে তাকে উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
স্বজনদের ফিরে পাওয়া বাক প্রতিবন্ধী নারী নতুফা খাতুন ফরিদপুরের সদরপুর থানার মুন্সীকান্দি গ্রামের মোসলেম শেখের স্ত্রী।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বামীর বাড়ি যাওয়ার জন্য বাবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার পাচ্চর এলাকা থেকে বাসে ওঠেন।
সুর্যনগর বাসস্ট্যান্ডে তার নামার কথা থাকলেও ভুল করে তিনি ভাঙ্গা বাসস্ট্যান্ডে নামেন। পরে তিনি পথ হারিয়ে পায়ে হেঁটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায় পৌঁছান।
স্থানীয়রা তাকে এলোমেলোভাবে ঘুরতে দেখে পুলিশের ৯৯৯ এ কল করে। মুকসুদপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।
পরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন। তবে বাক প্রতিবন্ধী হওয়ায় ওই নারীর কাছ থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার পরিচয় উদঘাটন করে। পরে নতুফা খাতুনের কে তার ভাতিজা তানভীর রহমান ও বাপ্পির কাছে বুঝিয়ে দেন পুলিশ।
Leave a Reply