দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জে জেলার অন্তর্গত মুকসুদপুর থানাধীন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে নতুনআইসি হিসেবে যোগদান করেছেন উপ-পরিদর্শক হাবিবুর রহমান। গত-৩১.০৫.২০২২ইং তিনি কার্যভার বুঝে নিয়ে নিয়মিত অফিস করছেন। এর আগে উক্ত ফাঁড়িতে ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই শেখ শহীদুল ইসলাম
নবাগত ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বলেন, সাম্প্রদায়িকসম্প্রীতি রক্ষার পাশাপাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণজনগণের আস্থার প্রতীক হিসেবে পুলিশকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে মুকসুদপুর থানার সিন্দিয়াঘাটকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং পুরা এলাকাকে মাদকমুক্ত রাখতে কাজ করা।’তিনি আরো বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব পালনে আমি প্রাণপন চেষ্টা চালিয়ে যাবো।
এজন্য চোর-ডাকাত কিংবা মাদক ব্যবসায়ীদের ব্যাপারে কোনো তথ্য থাকলে ফাঁড়িতে এসে জানাতে পারেন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।’উপ-পরিদর্শক হাবিবুর রহমান এর আগে সুনামের শহীত কাশিয়ানী থানায় কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালে তার দায়িত্বপূর্ণ এলাকায় মাদক মুক্তকরতে, একাধিক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ও বিট পুলিশিং কার্যক্রমে বেশ সফলতা দেখিয়েছেন তিনি। পরে থানা থেকে নতুনকর্মস্থল সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে আইসি হিসেবে গত- ৩১.০৫.২০২২ইং যোগদান করেন তিনি।এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা ও দোয়া চেয়েছেন ।
Leave a Reply