দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গতকাল শুক্রবার ( ০২ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকার সময় গোপালগঞ্জের বাংলাদেশ আ:লীগ মুকসুদপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইদুর রহমান (টুটুল) এর উপর সন্ত্রাসী হামলাকারী দের গ্রেফতারের দাবিতে রাঘদী ইউনিয়ন শাখার সহ সভাপতি সাক্ষয়াত হোসেনের নেতৃত্বে রাঘদী ইউনিয়নে এক বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের ছাএ লীগ,যুবলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ সহ প্রায় তিন থেকে চার হাজার সর্ব স্তরের সাধারন জনগন।মিছিল টি রাঘদী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঢাকা –বরিশাল মহা সড়ক দিয়ে টেকেরহাট উত্তর পাড়ের বিভিন্ন সড়ক ঘুরে টেকেরহাট বাজারে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন মিজানুর রহমান (কামরুল) সভাপতি বাংলাদেশ আ:লীগ রাঘদী ইউনিয়ন শাখা,সহ-সভাপতি সাক্ষয়াত হোসেন(সুমন) ,সধারন সম্পাদক ,মাহাবুর রহমান(রেন্টু) হাওলাদার.কে এম জাকির খান ,সাহিদ শেখ , ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাদ্দাম শেখ,রাজ্জাক বেপারী ,মিরাজ বেপারী,ও দেলোয়ার শেখ প্রমুখ,বক্তারা বক্তব্যে বলেন গত ৩০ শে জানুয়ারী মুকসুদপুরে সাহিদুর রহমান টুটুলের উপর সন্ত্রাসী হামলাকারী মদদ দাতা সহ সকল দোষিদের অনতি বিলম্ভে গ্রেফতার না করা হলে আগামীতে কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবেন তারা।
Leave a Reply