মুকসুদপুরে ত্রি-বাষিক সম্নেলনে সভাপতি রবিউল ও সাধারন সম্পাদ সাইদুর রহমান (টুটুল)
-
Update Time :
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
-
৩৭৮
Time View
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ বুধবার (৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আ:লীগের ত্রি-বাষিক সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদেশ্য মোহাম্নাদ ফারুক খান এমপি.এ সম্নেলনে মুকসুদপুর উপজেলা নতুন কমিটিতে সভাপতি হিসাবে রবিউল আলম শিকদার ও সাধারন সম্পাদ হিসাবে সাইদুর রহমান টুটুলের এর নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ আ:লীগের সংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি,বাংলাদেশ আ:লীগের র্কাজ নির্বাহী সদেশ্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম,নাগিস রহমান এমপি,সাহাবুদ্দিন ফরাজী,অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা আ:লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম খান,অনুষ্ঠিত সম্নেলনে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আ:লীগের সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া।
জানাযায় প্রায় ৭বছর আগে ৬ নভেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।এ বারে মুকসুদপুর উপজেলার সারা ইউনিয়নের আ:লীগের নেতা র্কমীদের আগমনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই সম্নেলন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply