দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : র্যাব অফিস সুত্রে জানাযায় গোপালগঞ্জের মুকসুদপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন সাহাকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার (৭ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সুমন সাহার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
র্যাব জানায়, হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন সাহা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব আরও জানায়, ২০১২ সালের ২ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তাতীহাটি গ্রামের ব্যবসায়ী দুলাল শেখ নিজ বাড়ি থেকে বাজারে যাবার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকালে উপজেলার গোহালা নদীর তীরে দুলাল শেখের পরিহিত রক্তমাখা সেন্ডেল ও চশমাসহ অন্যান্য আনুষাঙ্গিক মালামাল দেখতে পায়। পরে নদীতে খোঁজ করে মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার বিচার কার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ২৬ অক্টোবর আদালত সুমন সাহাসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এরপর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সুমন সাহা পাশ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে ছিল। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply