দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় সুত্রে জানাযায় গোপাল গঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় রুহুল আমিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,চন্ডিবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন রুহুল আমিন শেখ। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন শেখের বাড়ী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামে।পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Leave a Reply