দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি ।গত কাল মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম জানান, রোডমার্চ নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গোপালগঞ্জের মুকসদুপর উপজেলার বরইতলায় এসে সমাবেশ করে বিএনপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভাগীয় নেতা এবং গোপালগঞ্জ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষ হাওয়ার আগে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এতে বিএনপির কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এসময় সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার বলেন, এই ধরনের কোনো ঘটনার সম্পর্কে আমার জানা নেই। আমি দুই দিন আগে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি আমাদের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এগুলো পছন্দ করেন না। এমন ঘটনা ঘটার কথা না। তারপরও আমি খোঁজ নিচ্ছি। তবে এটা তাদের নাটক কি না সে বিষয়েও খবর নিচ্ছি।
Leave a Reply