দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জে জেলা অন্তগর্ত মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ও দুর্গাপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারন করা হয়।২৭ ফেব্রুয়ারি (সোমবার) মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত গোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিন এবং শাহআলম গ্রামের বিভিন্ন জায়গায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের একটি টিম রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে। তাৎক্ষণিক সাংবাদিকগন বিষয়টি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিন দুটি অপসারন করে দেন। এঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু বলেন, কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।এ সময় এলাকার গন্যমান্য বক্তি বর্গরা উপস্থিত ছিল।
Leave a Reply