দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আজ বৃহ্স্পতিবার (২৯ ডিসেম্বর) শীতের কুয়াশা উপেক্ষা করে আনন্দ আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা কাশিয়ানী আঞ্চলিক মিনিবাস মালিক বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির র্অন্তভুক্ত ত্রি-বাষিক নির্বাচন ২০২২এর সকাল ৯ ঘটিকা থেকে বিরতিহীন শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলে ১ টা পর্যন্ত।এতে পনের টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এদের মধ্যে সভাপতি পদে আহাজ্জাদ মহাসিন খিপুমিয়া তার প্রতীক ছাতা মার্কায় ৪৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেদায়েত হোসেন (পারভেজ) তার আনারস মার্কায় পেয়েছেন ২১ ভোট।
সহ-সভাপতি পদে মো:কাবির মিয়া তার প্রতীক মাছ মার্কায় ৪৮ ভোট পেয়ে জয় লাভ করেন,অপর আরও এক জন সহ-সভাপতি পদে মো:চুন্নু মিয়া খেজুর গাছ প্রতীক এ ৪৪ ভোট পেয়ে বিজয় হন।তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি,এ,বিএম,মাসুদুর রহমান তার প্রতীক কাপ পিরিচ মার্কায় পেয়েছেন ৩২ ভোট ।নির্বাচনে দায়িত্বে থাকা আহবায়ক সাইদুর রহমান(টুটুল)ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিল মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার ।এ সময় মুকসুদপুর থানার অফিসার ই্নর্চাজ আবুবক্কর মিয়া ও স্থানীয় সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ীর আই,সি, হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
সাধারন সম্পাদক পদে মো:আবুল কালাম অজাদ তার প্রতীক মই প্রতীক এ ৪০ ভোট পেয়ে জয় লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো:আবুল কালাম ঢালী তার বাস মার্কায় পেয়েছেন ২৯ ভোট,যুগ্ন সাধারন সম্পাদক পদে হাজী আ:হান্নান দেওয়াল ঘড়ি মার্কায় ৫২ ভোট পেয়ে জয় লাভ করে।অপর আরও এক জন,যুগ্ন সাধারন সম্পাদক পদে ছরোয়ার মল্লিক মোরগ মার্কায় ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।দপ্তর সম্পাদক পদে মো:আবুল হোসেন কাজী টেবিল মার্কায় ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।কোষাধ্যক্ষ পদে মো:আহাদ ঢালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
Leave a Reply