দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : পুলিশ সুত্রে জানাযায় রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার (২৪ ডিসেম্বর) ১৩টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে এতথ্য জানায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা থানার পশ্চিম সদর বেড়া গ্রামের জালাল মুন্সির ছেলে তাজবীর মুন্সি ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া দুলাল বেপারী পাড়ার মনির উদ্দিনের ছেলে সাইফুদ্দিন সরদার।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চালিয়ে এক লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১৩টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply