বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জের লতিফপুর ইউপি নির্বাচনে সংঘর্ষ ১ হাজার জনকে আসামি করে দুই মামলা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে বজ্রপাতে মাদ্রাসাছাত্র নিহত শিশু হাসানের চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্য চাই্রলেন তার মা বাবা। গোপালগঞ্জে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত সখিপুরে মামীর সঙ্গে পরকীয়ার জেরে ভাগনের ছুরিকাঘাতে প্রাণ গেলো মামার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন ২৬ মার্চ রাজাকার তালিকা প্রকাশ হচ্ছে না ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে ববির শ্রদ্ধা বাগেরহাটে জনপ্রতিনিধিকে থাপ্পড় মারা আলোচিত ইউএনও মনোয়ার হোসেনকে প্রত্যাহার
রাজৈরে ভুমি দস্যুদের অত্যাচার নির্যাতনে স্বিকার সংখ্যালঘু হিন্দু পরিবার

রাজৈরে ভুমি দস্যুদের অত্যাচার নির্যাতনে স্বিকার সংখ্যালঘু হিন্দু পরিবার

দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : বাংলাদেশের মাদারীপুর জেলাধীন রাজৈর থানায় গোয়াল বাথান গ্রামের ভুমি দস্যুদের দ্বারা সংখ্যা লঘুদের জমি দখল  হামলা ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।আর নিরা পত্তাহীনতায় ভুগছে চৌকিদার  বাড়ীর সংখ্যালঘু হিন্দু পরিবারের লোকজনেরা।বর্তমান বি,আর,এস রেকর্ড থাকা সত্বেও পৈত্রিক ভিটাবাড়ী নাল জমি রক্ষা করতে পারছেন না প্রকৃত জমির মালিকরা।মৃত-সুরেন্দ্রনাথ মন্ডল ও মন্টু চৌকিদারের ওয়ারিশ নারী পুরুষদের ভয় ভিতি হুমকি ধামকি দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জবরদখলকরে নেয় বি,আর,এস -৫০১ ও ৪০৯ খতিয়ানের ১৬১,৪৪৭ ,৪৪৪,৩৩০,৪১,৪২,২৭,৮৮৫,২৪৯,৩০২,৪৬২ নং দাগের ও এস এ খতিয়ানের ৩৬৭,৩৬৪,৫১২,৫৯০,৫৯১,ভিপি-৩৮৪,৩৭০ নং দাগের প্রায় ২০ বিঘা পৈত্রিক সম্পত্তি যদিও হিন্দু সম্প্রোদায়ের রয়েছে বৈধ কাগজ পত্র।ইতি মধ্যে পৈত্রিক বাড়ীর পুর্বপাশের অংশ থেকে প্রতিবেশী গেয়াস মোল্যার নিকট ১৮ কাঠা বাড়ীর দখল বিক্রি করে টাকা নিয়েছে স্থানীয় প্রভাবশালী মৃত-ছামাদ মাতুব্বরের ছেলে আলমগীর ও জাহাঙ্গীর মাতুব্বরের লোকজনেরা।বি,আর,এস রেকর্ডয়ে জমির প্রকৃর্ত মালিক হিন্দু পরিবারের লোকজনেরা থাকায় ভুমি দস্যুরা জমি দলিল দিতে পারছেনা বলে অভিযোগ গিয়াস মোল্যার।হামলার শিকার বিরেন মন্ডল ও নয়ন তারা রানী  জানান, ‘‘একটি মন্দির, ৪টি বসত ঘরে হামলা ও লুটপাট চালানো হয়৷ বাড়ীর শিশু ও বৃদ্ধ নরীও পুরুষদের কে ও মারধোর করে গরু বাছুর নিয়ে যায় তারা।তার পরও হত্যার হুমকি,ধামকি নিরা পত্তাহীনতায় ভুগছি আমরা চৌকিদার  বাড়ীর সংখ্যালঘু হিন্দু গোটা পরিবার এখন পর্যন্ত কোথাও কোন ন্যায় বিচার পাচ্ছিনা।তাই  ন্যায় বিচারের জন্য মাননীয় প্রধান মন্ত্রী, পুলিশ প্রধান, ও জেলা প্রশাসক মাদারীপুরের সু-দৃষ্টি কামনা করছি আমরা হিন্দু সম্প্রদায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2020
Desing & Developed BY BBDBARTA