বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের রাজৈর উপজেলায় তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এ অভিযান চালান।
জানতে চাইলে তিনি বলেন, রমজান উপলক্ষে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
Leave a Reply