মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরী বাড়ি ইউনিয়নের কোটালীপাড়া আঞ্চলিক সড়কের পাশে গড়ে ওঠেছে ময়লার স্তপের পাহাড়। আর তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফেলে রাখা এ ময়লা প্রায় প্রতিদিনই পোড়ানো হয়। পোড়ানো ময়লার ধোঁয়ার সঙ্গে পচা গন্ধের ফলে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। এতে করে ভোগান্তিতে পড়েছে স্থানীয় সাধারনমানুষ ।পৌর কর্তৃপক্ষের দূষণের এ অত্যাচার থেকে মুক্তি চান এলাকাবাসী। প্রতিদিনই পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হয় এখানে। এমনকি বর্জ্য ফেলার জন্য পরিবেশবান্ধব কোনো পদ্ধতিও অনুসরণ করা হচ্ছে না।এলাকাবাসী জানান, পৌরসভার ফেলা ময়লা প্রতিদিন পোড়ানো হয়। এতে পোড়ানো ধোঁয়া ও ভাগাড়ের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। ধোঁয়া ও পচা গন্ধে অনেকেই শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা লাভলু মাতুব্বর বলেন, আমরা চাই এখানে যাতে ময়লা ফেলা না হয়। ময়লার দুর্গন্ধে আমাদের অনেক সমস্যা হচ্ছে। অনেকেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বেশি সম্যসা হচ্ছে বৃদ্ধ ও বাচ্চাদের। অনেক মহিলারা এদিক দিয়ে যাওয়ার সময় বমি করে দেন। ময়লার স্তূপের কারণে আমার পাশের জমি নষ্ট হয়ে গেছে। বলার মতো কেউ নেই। বললেই হুমকি দেয়।মস্তফাপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান বলেন, পৌরসভার ময়লা ছয়-সাত কিলোমিটার দূরে এসে ইউনিয়নে ফেলা হচ্ছে। এটা আইনগত ও মানবিক দিক দিয়েও ঠিক নয়। এর জন্য জনদুর্ভোগ হচ্ছে। সমস্যা সমাধানে ইউপি সদস্যদের সঙ্গে কথা বলে পৌর মেয়রকে জানানো হবে।এদিকে রাজৈর পৌর মেয়র নাজমা রশীদকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply