দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামালসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ও বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মাদারীপুর, শিবচর, রাজৈর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-ন-১১-৮২৭৭ নম্বর পিকআপ বিভিন ধরনের কাপড়, জুতা, চকপাউডার, লোহাসহ আরও কিছু মালামাল নিয়ে মাদারীপুর আসছিল। পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের পাঁচ্চর এলাকায় আসলে পথে ব্যারিকেড তৈরি করে মালামালসহ পিকআপটি ছিনতাই করা হয়।
এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আলমগীর মীর (৩০), আসাদুল আকন (২২), বিল্লাল (২৫) ও রাকিবকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া পিকআপ ও মালামাল উদ্ধার করা হয়।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
Leave a Reply