দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজান সরদার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার মৃত লুৎফর শিকদারের ছেলে।পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় নানা বাড়িতে থাকে শিশুটি। সেখানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ওই বাড়ির পাশেই অভিযুক্ত মিজান সরদারের একটি পোড়া মবিল পরিশোধনের দোকান আছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নিয়ে প্রথমে হাত-পা বাঁধেন মিজান। তারপর শিশুটিকে ধর্ষণ করেন। ভোরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে। এর আগেই লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মিজান।
Leave a Reply