দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের শিবচর উপজেলায় রোববার (১৩ নভেম্বর) বাক প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে মোবারেক হাওলাদার (৫০) নামের এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মোবারেক উপজেলার শিরুয়াইল ইউনিয়নের বাসিন্দা।মামলার বিবরণে জানা যায়, বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে ফসলের মাঠে কাজ করতে যান বাবা-মা। কেউ না থাকার সুযোগ প্রতিবেশী মোবারেক হাওলাদার বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করেন। দুপুরে মেয়েটির মা বাড়িতে এসে মোবারেককে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। পরে মেয়েটি তার মাকে ইশারায় সব জানান। মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ধর্ষণের শিকার মেয়েটির বাবা বলেন, ‘মোবারেক এর আগেও বিভিন্ন সময় আমার মেয়েকে ধর্ষণচেষ্টা করেছে। আমরা লোক লজ্জার ভয়ে কিছু বলিনি। কিন্তু এবার ঘরে একা পেয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি ওর কঠিন বিচার চাই।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় শনিবার রাতে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশের একটি দল রাতেই ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোবারেককে গ্রেফতার করে। রোববার তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
Leave a Reply